এশিয়া কাপে বড় দু:সংবাদ বাংলাদেশের জন্য। উড়ন্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ মিশন শেষ। যার ফলে এশিয়া কাপের সুপার ফোর না খেলেই দেশে ফিরে আসছেন তিনি। দেশেই বিশ্বকাপের প্রস্তুতি নিবেন তিনি। হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরির কারনে এশিয়া কাপ মিস করবেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাকানোর ইনিংসের সময়ই এই ইঞ্জুরিতে পরেন তিনি। ১০৫ বলে ১০৪ রানের ইনিংসের সময়ই তিনি ব্যাথা অনুভব করেন। পরবর্তীতে ফিল্ডিং করেননি তিনি।
সোমবার এম আর আই করার পর তার টিস্যু ছিড়ে যাওয়ার বিষয়টি ধরা পরে।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম বলে, ব্যাটিংয়ের সময় ব্যাথা অনুভব করায় আমরা তাকে ফিল্ডিংয়ে নামাইনি৷ পরবর্তী এম আর আই করার পর মাসল ছিড়ে যাবার বিষয়টি ধরা পরে। সতর্কতা হিসেবে আমরা এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ দিয়েছি। তিনি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিবেন।
শান্তর এই ইঞ্জুরির কারনে ওপেনিং জুটিতে পরিবর্তন আসতে পারে৷ গত সোমবার লিটন দাস পাকিস্তান গিয়েছে। এছাড়া আনামুক বিজয় ও রয়েছে দলে।
শ্রীলঙ্কার বিপক্ষে ১২২ বকে ৮৯ রান করেন তিনি।