এখনই বিসিবির প্রেসিডেন্ট হাতে চাইছেন না নাফিসা

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৪, ০৬:৩০ পিএম

এখনই বিসিবির প্রেসিডেন্ট হাতে চাইছেন না নাফিসা

বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল ছবি : ফেসবুক

বাবা লোটাস কামাল ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। এবার তার কন্যা নাফিসা কামালেরও বিসিবি প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জন বাতাসে ভাসতে শুরু করেছে। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা। এদিকে নাজমুল হাসান পাপন ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন এমনটাই জানা গেছে। যুব ও ক্রীড়ামন্ত্রী হয়েছেন তিনি। আইসিসি একটি বিশেষ পদে থাকার জন্য তিনি ছাড়তে পারছেন না। নাফিসা দীর্ঘদিন ধরে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সাথে রয়েছেন। সফল দল তার। 

ফ্রাঞ্চাইজির মালিক হওয়ায় তার দাবি, বিপিএলের লভ্যাংশ বিসিবির কাছ থেকে যেন সব দলগুলো পায়। বিসিবি অবশ্য এ ব্যাপারে না করে দিয়েছে। এই প্রসঙ্গের ফাঁকে নাফিসার সামনে উড়ে আসে বিসিবির প্রেসিডেন্ট হওয়ার ইস্যুটি। তিনি বলেন,‘ এটা তো একটা প্রক্রিয়া, এটা তো আগ্রহ থাকলে হয় না। একটা প্রক্রিয়া ফলো করতে হয়। আপনারা সবাই জানেন কিভাবে বোর্ডে আসতে হয়। তো ওরকম সময় হলে তখন বুঝব, এখন চিন্তা করছি না। সামনে বিপিএলের ম্যাচ আছে, এগুলো নিয়ে এখন চিন্তাই করতে পারিনা। এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমার মেইন ফোকাস।’ 

নাজমুল হাসান ভালই দায়িত্ব পালন করছেন বলে মনে করেন তিনি। এ ব্যাপারে নাফিসা,‘ এখনো ইচ্ছে হয়নি। যদি হতো, অবশ্যই বোর্ড পরিচালক হয়ে যেতাম এতদিনে। তবে সামনে যেহেতু নির্বাচন আছে আগামী বছর, আপনারাও বলছেন যে এটা উন্মুক্ত হয়ে গেছে… তখন অবশ্যই চিন্তা করব। পাপন ভাই যতদিন আছেন, উনাকে সম্মান করে কখনো সামনে আসিনি। উনি চলে গেলে চিন্তা করতে পারি। 

Link copied!