ওয়ানডে অধিনায়ক কে হবেন

দেশে ফিরে স্বস্তিতে নেই হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৯, ২০২৩, ০৯:১০ পিএম

দেশে ফিরে স্বস্তিতে নেই হাথুরুসিংহে

বাংলাদেশে এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। আর ফিরে স্বস্তিতে নেই তিনি। আজ এসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন তিনি। ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে চলছে আলোচনা। 

ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষনার সিদ্ধান্ত খুব সহজ বিষয় নয়।   মুলত ওয়ানডের জন্য অন্য কোন ফরম্যাটে সাকিব নেতৃত্ব ছাড়তে  রাজি কিনা সে বিষয়ে  তার সঙ্গে কথা বলতে চান বিসিবি সভাপতি। বোর্ড সদস্যরা চান সাকিবকে টেস্টের নেতৃত্ব ছাড়ুক,   লিটনকে দায়িত্ব  দেওয়া হোক।
সাকিবের সঙ্গে কথা বলার আগে  বোর্ড সভাপতি কোচ হাথুরুসিংহের সঙ্গে  বসবে।  এ বিষয়ে হাথুরুর  মতামতও গুরুত্বপুর্ন বলে  মনে করা হচ্ছে।

ব্যবসা বানিজ্য এবং সামাজিক কর্মকান্ড ছাড়াও আরো বেশ  বিষয়ে তাকে  সময় দিতে হয়।  পরিবারের সদস্যরা যুক্তরাস্ট্রে বসবাস করে। সুতরাং তাদের সময় দিতে নিয়মিত সেখানে উড়াল দিতে হয় সাকিবকে। অন্যত্র ব্যস্ততার কারণে বিগত কয়েক বছরে সাকিব বেশ কিছু গুরুত্বপুর্ন ম্যাচ খেলতে পারেননি।

Link copied!