এবার কিংস অ্যারেনায় ফিলিস্তিন চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক

মার্চ ২৫, ২০২৪, ০৪:৫০ পিএম

এবার কিংস অ্যারেনায় ফিলিস্তিন চ্যালেঞ্জ

বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা ছবি : বাফুফে

কুয়েতে ৫-০ গোলে হারতে হয়েছে। এবার ঘরের মাঠে খেলা। বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ৩টা ৩০ মিনিটে বিশ্বকাপ রাউন্ড ২ এর বিশ্বকাপ বাছাই ম্যাচ। ফিলিস্তিন কঠিন প্রতিপক্ষ। ৫ গোল দিয়ে তারা টের পাইয়ে দিয়েছে। এবার লড়াইটা কেমন হবে সেটাই জানার প্রয়োজন। 

অ্যাওয়ে ম্যাচে ৫ গোলে হারার পরও ঘরের মাঠে ভালো কিছু করার প্রত্যাশা করে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা বলেন, লেবাননের সঙ্গে খেলার আগেও কিন্তু আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরে এসেছিলাম। কিন্তু এই মাঠে ঠিকই শক্তিশালী লেবাননকে রুখে দিয়ে এক পয়েন্ট নিয়ে ছিলাম। আমি ছেলেদের সঙ্গে অনেক কথা বলেছি। অনেক ওই ম্যাচ নিয়ে অনেক ডিসকাস হয়েছে। আশা করছি ঘরের মাঠে সবকিছু ভুলে গিয়ে নিজেদের খেলাটাই খেলতে পারবো আমরা’। 

বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্রতে চার পয়েন্ট নিয়ে দুইয়ে ফিলিস্তিন। আর দু’টি হার ও একটি ড্রয়ে এক পয়েন্টে সবার শেষে বাংলাদেশ। তিন ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া আর তিন ম্যাচে দুই ড্র ও এক হারে দুই পয়েন্টে তিনে লেবানন।

Link copied!