মেলবোর্ন টেস্ট

আশা জাগিয়ে হার পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৩, ০৭:৪৪ এএম

আশা জাগিয়ে হার পাকিস্তানের

রিজওয়ানকে আউট করার পর প্যাট কামিন্সকে ফিরে উচ্ছ্বাস ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া

মেলবোর্নে আশা জাগিয়ে হেরেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া ৭৯ রানে জিতে গেল ম্যাচ। অধিনায়ক প্যাট কামিন্স দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন। ম্যাচ সেরা হন তিনি। এছাড়া ২৫০ টেস্ট উইকেট শিকারের মাইলফলকেও তিনি। 

৩ টেস্টের সিরিজ। অস্ট্রেলিয়া ২-০ তে লিড নিয়ে ফেলেছে। সিডনিতে এখন হোয়াইটওয়াশ এড়ানোর জন্য লড়াই করবে পাকিস্তান। ৩ জানুয়ারি সিডনিতে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। 

৩১৭ রান টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের যখন ১০০র মত রান দরকার। তখন রিজওয়ান ও সালমান সেট পিচে। আর ৫ উইকেট হাতে। প্যাট কামিন্স রিজওয়ানকে আউট করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফিরিয়ে আনেন। আর পাকিস্তান দাঁড়াতেই পারেনি। পরের ৪ উইকেট দ্রুত চলে যায়। 

সালমান ৫০ ও রিজওয়ান ৩৫ করে ফেরেন সাজঘরে। শান মাসুদের ব্যাট থেকে এসেছে ৬০ রান।  

Link copied!