বার্সেলোনার একমাত্র গোলটি ফেলিক্সের ছবি : সংগৃহীত
লা লিগায় পয়েন্ট খোয়াল বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। ম্যাচে এগিয়ে থেকেও পরে গোল হজম করে তারা।
১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন তৃতীয়। জিরোনা ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। রিয়াল মাদ্রিদ ৩৯ পয়েন্ট অর্জন করে দ্বিতীয়।
ভ্যালেন্সিয়া ও বার্সেলোনার প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৫ মিনিটে জোয়াও ফেলিক্স গোল করেন। হুগো গুইলামোন সেটা ১৫ মিনিট পরেই শোধ করে দেন। বার্সেলোনা আর গোলের দেখা পায়নি।
লা লিগায় আজ রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল মুখোমুখি হবে রাত ২টায়। রিয়াল জয় চাইবে। জিরোনা থেকে তারা এখনো ২ পয়েন্ট পেছনে অবস্থান করছে।