অক্টোবর ৬, ২০২৩, ০৬:৪৭ পিএম
চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের এই ক্রিকেট দলের ওপর ভরসা রাখছেন। তিনি এই দলের ওপর খুশিই। আর এতদিন যা হয়েছে সেসব নিয়ে মাথাব্যথা নেই তার।
বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে, অতীত নিয়ে না ভেবে লক্ষ্য অর্জনে মনোযোগী হতে চান।
হাথুরুসিংহে বলেন, ‘এই বিশ্বকাপে আমরা চার বা পাঁচটি ম্যাচ জয়ের সামর্থ্য রাখি এবং সেটা পারলে আমাদের সেমিফাইনালে যাবার সুযোগ আছে বলে আমি মনে করি।’
যদিও আইসিসি বিশ্বকাপের এক আসরে এখন পর্যন্ত তিন ম্যাচের বেশি জিততে পারেনি বাংলাদেশ। ২০১৫ সালের বিশ্বকাপ নিয়মের কারনে তিনটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলো টাইগাররা। যা বিশ^কাপের মঞ্চে এ যাবত কালে বাংলাদেশের সেরা পারফরমেন্স হিসেবে বিবেচিত।
দশ দলের বিশ্বকাপ ফরম্যাটে একে অপরের বিপক্ষে ম্যাচ থাকার কারনে সেমিফাইনালে উঠার পথটা বেশ প্রতিন্দ্বন্দিতাপূর্ণ। এই ফরম্যাট খেলোয়াড়দের শক্তি, একাগ্রতা এবং দৃঢ়তার পরীক্ষা মেলে।
২০১৫ বিশ^কাপে বাংলাদেশের কোচ ছিলেন হাথুরুসিংহে। ঐ আসরেই কোয়ার্টার ফাইনালে উঠেছিলো টাইগাররা। হাথুরু বলেন, ‘সব দলকে হারানোর অভিজ্ঞতা আমাদের আছে। আমাদের প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। মূল বিষয় হচ্ছে- নির্দিষ্ট দিনে ভালো খেলা।’
পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। জয়ের পাল্লা ভারী টাইগারদেরই। ৯টিতে জয় ও ৬টিতে হেরেছে বাংলাদেশ।
এখনও প্রথম ম্যাচের একাদশ চুড়ান্ত করেনি বাংলাদেশ। ওপেনিংয়ে সুযোগ পাবার দৌঁড়ে তানজিদ হাসান তামিম এগিয়ে থাকলেও নিজের জায়গা পাকা করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ।