আগেই গুঞ্জন উঠেছিল, ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডেতে থাকছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় ছুটে গেছেন তিনি। এবার তাঁর পরিবর্তে টাইগারদের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ নিক পোথাস।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে হাথুরুর না থাকা নিয়ে বলেছেন, ‘চন্ডিকা হাথুরুসিংহে ওয়ানডেতে থাকবে না। যেহেতু তাঁর স্ত্রীর মেজর সার্জারি রয়েছে। সে ২৫ সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে। এরপর দলের সাথে যোগ দেবে ২৬ তারিখ। তো এই জায়গায় আমরা নিক পোথাসকে দায়িত্ব দিয়েছি।’
এর আগে চলতি বছরের এপ্রিলে ৪৯ বছর বয়সী পোথাসের সাথে দুই বছরের চুক্তি করে বিসিবি।
দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটারের কোচিংয়ে এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। এর আগে ২০১৮-২০১৯ দুই বছর ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া ২০১৭-২০১৮ সালেও পোথাস লঙ্কানদের প্রধান কোচ ছিলেন।