যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ মেসিদের

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৫:০৮ পিএম

যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ মেসিদের

হংকংয়ে লিওনেল মেসি না খেলার কারনে এবার চায়না আগামী মাসে আর্জেন্টিনার সাথে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি বাতিল করেছে। এ কারনে মার্চে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রীতি ম্যাচ খেলার ঘোষনা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন (এএফএ)। 
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ২২ মার্চ ফিলডেলফিয়ায় এল সালভাদর ও চারদিন পর লস এ্যাঞ্জেলেসে নাইজেরিয়ার মুখোমুখি হবে। এএফএ তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে। 
এর আগে চায়নার হাংজুতে নাইজেরিয়া ও বেইজিংয়ে আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্টের বিপক্ষে আর্জেন্টিনার খেলার কথা ছিল। কিন্তু গত ৪ ফেব্রুয়ারি আর্জেন্টাইন অধিনায়ক মেসি ইনজুরির কারণে ইন্টার মিয়ামির হয়ে হংকংয়ে খেলতে না পারায় চায়না ম্যাচ দুটি বাতিল করেছে। 

হংকংয়ের মেসির না খেলার বিষয়টিকে চায়না রাজনৈতিক ভাবে খাটো হয়েছে বলে দাবী মনে করছে। যদিও মেসি নিজেই জানিয়েছেন শুধুই ইনজুরির কারনেই তিনি খেলতে পারেননি, এখানে অন্য কোন বিষয় জড়িত নয়।

Link copied!