জানুয়ারি ১০, ২০২৪, ১০:০২ পিএম
সৌদি আরবের রিয়াদে রিয়াল মাদ্রিদ আবার প্রত্যাবর্তনের গল্প লিখেছে। আল আওয়াল স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। ৩-৩ গোলে সমতা থাকার পর ম্যাচ গেল অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে আরও ২ গোল নিয়ে ৫-৩ ব্যবধানে জিতে ফাইনালে রিয়াল মাদ্রিদ।
মাদ্রিদ ডার্বির উত্তাপ ছিল পুরো ম্যাচে। শুরুতে প্রয়াত জার্মান কিংবদন্তি ফ্রেঞ্জ বেকেনবাওয়ারকে স্মরণ করেন দুদলের ফুটবলাররা। ১ মিনিট নীরবতা ছিল।
ম্যাচের ৬ মিনিটে অ্যাটলেটিকো হেরমোসের গোলে লিড নেয়। ২০ মিনিটে রিয়ালের রুডিগার সে গোল শোধ দেন। ২৯ মিনিটে ফারলান্ড মেন্ডি গোলটি শোধ করে দেন চমৎকার গোল করেন। ৩৭ মিনিটে গ্রিজম্যান চমৎকার গোল করে ম্যাচে সমতা আনেন।
৭৮ মিনিটে রুডিগার আত্মঘাতি গোল করেন। ৮৫ মিনিটে কারভাজাল সেটা শোধ করে দেন। ৯০ মিনিটে সমানে সমান ছিল ম্যাচ। অতিরিক্ত ৩০ মিনিটে রিয়াল মুখোশ ছেড়ে বের হয়ে আসে।
১১৬ মিনিটে অ্যাটলেটিকোর স্যাভিচ আত্মঘাতি গোল করেন। ডিয়াজ আবার গোল করেন শেষ সময়ে (১২০+২)।