লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ১৫তম চ্যাম্পিয়নস লিগ জয়ের কৃতিত্ব দেখিয়েছে। আর জয়ের নায়ক দানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়র।
প্রথমার্ধে ডর্টমুন্ড চেপে ধরে রিয়ালকে। কখনো রিয়াল মাদ্রিদের গোলকিপার চাপে পড়েছেন। কখনও বার বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রথমার্ধ শেষে গোলশূন্য ছিল ম্যাচ।
ম্যাচের ৭৪ মিনিটে হেড থেকে গোল করেন দানি কারভাহাল। ৮৩ মিনিটে ডর্টমুন্ডের ডিফেন্ডারের ভুলে বল পান ভিনিসিয়াস। ডি বক্সে সহজ শটে বল জালে পাঠিয়ে দেন। ২-০ গোলে লিড পেয়ে যায় মাদ্রিদ।
ডর্টমুন্ড আর চেষ্টা করে গোল শোধ দিতে পারেনি। ভাগ্য সহায় ছিল না। প্রথমার্ধে গোল পেয়ে গেলে ম্যাচের গতি কোথায় যেতো কে জানে।