চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটিকে হারানোর পর

রিয়াল মাদ্রিদ কখনো মরে না : আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৪, ০১:৫৯ পিএম

রিয়াল মাদ্রিদ কখনো মরে না : আনচেলত্তি

টাইব্রেকে জয়সূচক শটটি নেন রুডিগার। আর সেমিফাইনাল নিশ্চিত জানান পর রিয়াল মাদ্রিদের উচ্ছ্বাস ছবি : টুইটার

রিয়াল মাদ্রিদের অগ্নিপরীক্ষা ছিল। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে খেলা। আর ম্যানচেস্টার সিটি এখন ভয়ঙ্কর ক্লাব। রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলেছে সান্তিয়াগো বার্নাব্যুতে। সেখানে ৩-৩ গোলে ড্র ছিল। সিটির মাঠে রিয়াল মাদ্রিদ পারবে না এমনটা ভেবেছে সবাই। কিন্তু শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর রিয়াল উল্টো সেমিফাইনালে। 

খেলা শেষে কোচ কার্লো আনচেলত্তি কথা বলেছেন। তিনি বলেন, ‘ সবাই ভেবেছিল আমরা বুঝি শেষ হয়ে গিয়েছি। কিন্তু সেটা কেউই করতে পারবে না। রিয়াল মাদ্রিদ কখনো মরে না।’  

রিয়াল মাদ্রিদের সামর্থ্য নিয়ে কথা বলেছেন তিনি। আনচেলত্তি বলেন, ‘ মাদ্রিদ বহুবার এটা করেছে। মূল ব্যাপারটা এই (মাদ্রিদ) ব্যাজে। শ্যুটআউটে আমাদের মনে হয়েছিল আমরা কোয়ালিফাই করব। আন্দ্রে (লুনিন) দারুণ করেছে। ভালো খেলার পাশাপাশি যখন একটা দল নিজেদের সর্বস্ব দিয়ে লড়ে, সেটা দারুণ লাগে আমার।’ 

 

Link copied!