গোলের পর গুলের ও এমবাপ্পে। ছবি: এক্স
ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ। রাতে লা লিগায় সহজ জয় তুলে নিয়েছে তারা জিরোনার বিপক্ষে। ৩-০ গোলের এই জয়ে স্বস্তি ফিরেছে চ্যাম্পিয়নদের।
এই ম্যাচে গোল পেয়েছেন আরদা গুলের, জুড বেলিংহ্যাম ও কিলিয়ান এমবাপ্পে। লা লিগার শিরোপা লড়াইয়ে ভাল মতই টিকে আসে সাদা জার্সিধারীরা।
১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ।