ডিসেম্বর ২১, ২০২৩, ১০:৩৪ পিএম
শেষ সময়ে লুকাস ভাসকেজের গোলে ভর করে জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা।
জিরোনা ওদিকে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। পরের ম্যাচটি ছিল রিয়াল মাদ্রিদ ও আলাভেজের। রিয়াল মাদ্রিদ জিতলেই লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে। কিন্তু লড়াই সহজ হলো না। প্রথমার্ধ গেল গোলশূন্য। ৫৪ মিনিটে নাচো লাল কার্ড দেখে ১০ জনের দল হয় রিয়াল।
৯০ মিনিটে খেলার পেরিয়ে গেছে। যোগ করা সময়ে টনি ক্রুস কর্ণার থেকে কিক নেন। সে কিক গোলে পরিণত করেন লুকাস ভাসকেজ (৯০+২ মিনিট)। বড় দিনের আগের ১-০ গোলে জিতে স্পেনের লিগ টেবিলে শীর্ষস্থানে উঠে যায় রিয়াল মাদ্রিদ।
১৮ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ওদিকে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় জিরোনা। যারা এবার লিগে লড়াই করছে ।