উয়েফা চ্যাম্পিয়নস লিগ

রিয়াল মাদ্রিদের নাপোলি পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৩, ২০২৩, ০৮:১৩ পিএম

রিয়াল মাদ্রিদের নাপোলি পরীক্ষা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ আজ নাপোলির মাঠে খেলবে। বেশ কঠিন হবে এই লড়াই। ঘরের মাঠে নাপোলি ভয়ঙ্কর দল। 

ভিনিসিয়াস জুনিয়রের উপর চাপ কমাতে তাকে সবদিক থেকে সহযোগিতা করেছেন জুড বেলিংহাম।  ইতোমধ্যেই এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় সাত গোল করা ছাড়াও দুটি এ্যাসিস্ট করেছেন বেলিংহাম। তাকে মূলত নাম্বার ১০’র ভূমিকায় বেশী খেলতে দেখা যাচ্ছে। করিম বেনজেমার বিদায়ের পর আনচেলত্তির ইচ্ছাতেই বেলিংহামকে দলে ভিড়িয়েছে রিয়াল, আর তার সুফলও পাচ্ছে। এখন পর্যন্ত স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোল করেছেন এই ইংলিশ মিডফিল্ডার। 
আনচেলত্তির পরিকল্পনা ও মাদ্রিদের বর্তমান দল, উভয়ের জন্য নাপোলি সফর আরো একটি কঠিন চ্যালেঞ্জ হয়েই আসছে। নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওশিমেহ দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাকে আটকানোর জন্য মাদ্রিদকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।  
লস ব্ল্যাঙ্কোস দলে থাকছেন না ইনজুরিতে থাকা ডিফেন্ডার ডেভিড আলবা। এ কারনে সেন্ট্রাল ডিফেন্সে এন্টোনিও রুডিগার ও নাচো ফার্নান্দেজকে দেখা যেতে পারে। 
নাপোলি কোচ রুডি গার্সিয়াও এই ম্যাচের জন্য মুখিয়ে আছেন। ২০১৬ সালে রোমার কোচ হিসেবে মাদ্রিদের মোকাবেলা করার কথা ছিল তার। কিন্তু শেষ ১৬’র ঐ লড়াইয়ের আগেই তিনি ক্লাব থেকে ছাঁটাই হয়েছিলেন।

Link copied!