রিয়াল মাদ্রিদের ভয়ের জয়

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৪, ০২:৩১ পিএম

রিয়াল মাদ্রিদের ভয়ের জয়

গোলের পর ভিনি। ছবি: এক্স

উয়েফা চ্যাম্পিয়নস লিগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সেটা ৩-২ গোলে। ইতালির দল আটালান্টাকে হারিয়েছে তারা। এই জয়ে কিছুটা স্বস্তি তাদের। 

গত আসরের চ্যাম্পিয়ন তারা। এবার সময়টা ভাল যাচ্ছে না। রাতের ম্যাচে এমবাপ্পে , ভিনি ও বেলিংহ্যাম গোল করেছেন। 

Link copied!