আর্সেনাল ও বায়ার্নের জেতেনি কোনো দল

রিয়াল ম্যানসিটির মহালড়াই সমতায় শেষ

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ১০, ২০২৪, ০৩:০৩ এএম

রিয়াল ম্যানসিটির মহালড়াই সমতায় শেষ

ফেদে ভালভার্দের গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ ছবি : টুইটার

স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে ছাদের নিচে জেতেনি রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটি। বার্নাব্যু স্টেডিয়ামে ছাদ ঢেকে দেওয়া হয়। আর স্নায়ুক্ষয়ী ম্যাচটি ৩-৩ গোলের সমতায় শেষ হয়েছে। পরের লেগের ম্যাচটি ১৭ এপ্রিল ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে। অ্যাওয়ে গোলের রুলস নাই। আবার ৯০ মিনিটে সমানে সমান থেকে খেলতে নামবে তারা। 

এদিকে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল ২-২ গোলে ড্র করেছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ১৭ এপ্রিল মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারিনায় রয়েছে। 

বার্নাব্যুতে ম্যাচের প্রথম মিনিটেই ফাউল করে হলুদ কার্ড দেখেন রিয়াল মাদ্রিদের চুয়ামেনি। পরের লেগে তিনি খেলতে পারবেন না। বার্নাডো সিলভা বক্সের বাহির থেকে ফ্রি কিক থেকে গোল আদায় করেন। ম্যাচে ১২ মিনিটে কামাভিঙ্গার শট সিটির রুবেন ডিয়াসের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। রড্রিগো ১৪ মিনিটে একক প্রচেষ্টায় দারুণ গোল করে ২-১ করে ফেলেন। 

পরের অর্ধে সিটি ঘুরে দাঁড়ায়। ফিল ফোডেন ও জসকো সিটিকে ৩-২ গোলে লিড এনে দেন। রিয়াল মাদ্রিদের ফেডেরিকো ভালভার্দে ম্যাচ সমতায় ফেরান। ৩-৩ এ শেষ হয়েছে ম্যাচ। 

এমিরেটসে ১২ মিনিটে সাকার গোলে লিড নেয় আর্সেনাল। ১৮ মিনিটে গ্যানাব্রি সেটা শোধ করে দেন। ৩২ মিনিটে বায়ার্নের স্কোর ২-১ করে ফেলেন হ্যারি কেন। পেনাল্টি থেকে গোল করেন তিনি। ৭৬ মিনিটে লিয়েনদ্রো ট্রসার্ড আর্সেনালকে ম্যাচে ফেরান। ২-২ সমতায় খেলা শেষ হয়। 

 

Link copied!