লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ২-০ গোলে গেটাফেকে হারিয়েছে। এতে লা লিগার শিরোপা আশা বাঁচিয়ে রেখেছে তারা।
দুটি গোল ম্যাচে এসেছে জুড বেলিংহ্যাম ও কিলিয়ান এমবাপ্পের পা থেকে। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল।