ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। এর ফলে পাঁচ ম্যাচের সবকটিতে জয়ী হয়ে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে গ্যালাকটিকোরা।
এদিকে দিনের শুরুতে সেভিয়ার হয়ে দ্বিতীয় মেয়াদে অভিষেক হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসের। দীর্ঘদিন পর সেভিয়ায় ফিরে এসে লাস পালমাসের বিপক্ষে জয়টা উপভোগ করেছেন স্প্যানিশ এই তারকা। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলতে আসা ম্যাসন মাউন্টও কাল গেতাফের হয়ে প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন।
শনিবার রিয়াল বেটিসকে ৫-০ গোলে বিধ্বস্ত করে টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা। সে কারনে সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটিতে সোসিয়েদাদের বিরুদ্ধে কিছুটা সতর্কতার সাথেই ম্যাচ শুরু করতে হয়েছিল কার্লো আনচেলত্তির দলকে। কিন্তু জাপানীজ মিডফিল্ডার তাকেফুসা কুবোর দুর্দান্ত পাসে এ্যান্ডার বারেনেকক্সা পাঁচ মিনিটে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দেন। প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ অবশ্য শেষ পর্যন্ত ফেডে ভালভার্দে ও জোসেলুর গোলে পাঁচ ম্যাচে পঞ্চম জয় নিশ্চিত করে।
ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম কাল স্কোরশিটে নাম লেখাতে ব্যর্থ হয়েছেন। নতুন আসা এই ইংলিশ তারকা মাদ্রিদের প্রথম চার ম্যাচে পাঁচ গোল করেছেন। এর মাধ্যমে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।