ব্যালন ডি‘অর জিতলেন রদ্রি

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৪, ১০:৫৭ এএম

ব্যালন ডি‘অর জিতলেন রদ্রি

ম্যানসিটির স্প্যানিশ ফুটবলার রদ্রি ব্যালন ডি‘অর জয় করেছেন। ছবি : এক্স

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রি ব্যালন ডি‘অর জয় করেছেন। প্যারিসে গতকাল প্রথমবারের মত এই ট্রফি জেতেন তিনি।

রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের জেতার কথা থাকলেও তিনি পাননি। রিয়াল মাদ্রিদ আগে টের পেয়ে আর এই অনুষ্ঠানে যায়নি।

রদ্রি স্পেনের সঙ্গে ইউরো জিতেছেন। আর গত মৌসুমে তার ব্যক্তিগত অর্জন ভাল।

Link copied!