তামিম ইকবাল জাতীয় দল থেকে বাইরে রয়েছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলছেন। জাতীয় দলে ফিরবেন কিনা সেটা নির্ভর করছে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর। সেটা এখনও হয়নি অবশ্য।
এর মধ্যে ১৫ এপ্রিল প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্তর সঙ্গে অনেকটা সময় তামিম আলাপ করেন। শান্ত অবশ্য বলেছেন, ক্রিকেট নিয়ে আলোচনা। ফেরা নিয়ে আলাপ নয়।
এদিকে গুঞ্জন বাজারে, তামিম টেস্টে ফিরতে চান না। ওয়ানডেতে ফিরতে পারেন যদি ড্রেসিংরুমের পরিস্থিতি ঠিক থাকে। যদিও এই খবরের সত্যতা পাওয়া কঠিন।
তামিম টি টোয়েন্টি ছেড়েছেন। ওয়ানডে ও টেস্ট বাকি রয়েছে। এখন যে ফিটনেস। সে হিসাবে তার ওয়ানডে ফরম্যাটে ফেরাটা বুদ্ধিমানের কাজ হবে।
শান্ত আবাহনীর হয়ে সেঞ্চুরি মেরেছেন। দলও জিতেছে। খেলা শেষে বলেন,‘ তামিম ভাইয়ের সাথে কী কথা হয়েছে সেটা আমাদের মধ্যেই থাক। এ বিষয়টি নিয়ে কথা না বলি। এমনি একটু আড্ডা দিয়েছি।`