আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

রাদারফোর্ডের ঝড়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

জুন ১৩, ২০২৪, ০৫:৫৯ এএম

রাদারফোর্ডের ঝড়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

শেরফান রাদারফোর্ড ৩৯ বলে হার না মানা ৬৮ রানের ইনিংস খেলেন। ছবি : টুইটার

শেরফান রাদারফোর্ডের ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৪৯ রান তুলেছিল। জবাবে নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৩৬ রানে থেমেছে। ১৩ রানে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। 

এই বিশ্বকাপে নিউজিল্যান্ড ২ ম্যাচের ২টিতে হেরে বিদায় দেখছে। গ্রুপ ‘সি’ তে ক্যারিবীয়রা ৩ ম্যাচের প্রতিটি জিতেছে। আফগানিস্তান ২ ম্যাচের ২টিতে জিতেছে।

ত্রিনিদাদে টস জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। টপ অর্ডার ব্যর্থ হয় ক্যারিবীয়দের। ৩০ রানে ৫ উইকেট হারায় তারা। শেরফান দাঁড়িয়ে যান। ৩৯ বলে ৬৮ রান করেন তিনি। ট্রেন্ট বোল্ট ১৬ রানে ৩ উইকেট নেন। 

জবাবে নিউজিল্যান্ডের কেউ দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারেনি। গ্লেন ফিলিপস ৪০ রান করে আউট হন। ক্যারিবীয় বোলাররা মাপা বোলিং করেছেন। 

আলজারি জোসেফ ১৯ রানে ৪ উইকেট নেন। ২৫ রানে ৩ উইকেট মোতির। তবে ম্যাচসেরা হন রাদারফোর্ড।

 

Link copied!