ইংলিশ প্রিমিয়ার লিগ

অ্যানফিল্ডে সালাহর রাত

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২, ২০২৪, ০৫:১৫ এএম

অ্যানফিল্ডে সালাহর রাত

অ্যানফিল্ডে স্মরণীয় এক রাত গেল লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল। লিভারপুল ৪-২ গোলে নিউক্যাসল কে হারায়। এ ম্যাচে মোহামেদ সালাহ জোড়া গোল করেছেন। 

২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে অ্যাস্টন ভিলা। ৩ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের ওপরে অলরেডরা। 

লিভারপুলের হয়ে এ ম্যাচে জোন্স ও গ্যাকপো গোল করেছেন। নিউ ক্যাসল খুব পিছিয়ে পড়েছে। তারা ২৯ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে। 

Link copied!