মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ সোমবার শুরু হয়েছে ম্যাক্স গ্রুপ ৩২তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হক, এনবিপি, এনপিপি, এনএসডব্লিউসি, পিএসসি, সহকারী নৌ প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ।
প্রতিযোগিতার প্রথম দিনে নতুন জাতীয় রেকর্ড হয়েছে একটি। ছেলেদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি। রেকর্ড গড়তে সময় নেন ০০:২৬.৯০ সেকেন্ড।
রাফি মূলত নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন। গত বছর জাতীয় সাঁতারে অংশ নিয়ে তিনি সময় নেন ০০:২৭.৩৮ সেকেন্ড।
প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ১ম দিনে বাংলাদেশ নৌবাহিনী ৯টি সোনা, ৬টি রুপা, ২টি ব্রোঞ্জ পদক; বাংলাদেশ সেনাবাহিনী ১টি সোনা, ৪টি রুপা ও ৫ টি ব্রোঞ্জ এবং বিকেএসপি ৩টি ব্রোঞ্জ পেয়েছে। প্রতিযোগিতায় সব মিলিয়ে অংশ নিচ্ছে জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, বিশ^বিদ্যালয় ও বিভিন্ন সার্ভিসেস সংস্থা মিলিয়ে ৫৪টি দল। ২৬ বছর পর আবারও জাতীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া ৩৫ বছর পর জাতীয় সাঁতারে বিজিবি।
জাতীয় সাঁতারে এক সময় নিয়মিত অংশ নিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২, ১৯৭৪ ও ১৯৭৬ সালে জাতীয় সাঁতারে রানার্স আপ হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই চ্যাম্পিয়নশিপ দৌড়ে থাকেনি। সর্বশেষ ১৯৯৭ সালে যেবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সাঁতারে অংশ নিয়েছিল সেবার নিবেদিতা দাস জিতেছিলেন ৪টি সোনা ও ২টি রুপা। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সাঁতারে অংশ নেয়নি। যদিও ২০১৩ সালে নামকা ওয়াস্তে একজন সাঁতারু অংশ নিলেও কোনো পদক পায়নি।