সাকিব আল হাসানে মুগ্ধ মরগ্যান

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১০, ২০২৩, ০৬:১১ এএম

সাকিব আল হাসানে মুগ্ধ মরগ্যান

ইংল্যান্ড ২০১৯ সালের বিশ্বকাপটি জিতেছে এউইন মরগ্যানের হাত ধরে। ২০১৫ সালে মরগ্যানের ইংল্যান্ডকে বিদায় করে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। অনেক দিন হয়ে গেছে। মরগ্যান এখন ধারাভাষ্য দেন। সেই তিনি বাংলাদেশের সাকিব আল হাসানের প্রশংসা করার পাশাপাশি আরও নানা কথা বললেন ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচের আগের দিন। 

ধর্মশালায় এখন অবস্থান করছেন মরগ্যান। তিনি বলেন,‘ সাকিব অবিশ্বাস্য খেলোয়াড়। পারফরম্যান্স সব সময় তার হয়ে কথা বলছে। নিয়মিত সে পারফর্ম করে গেছে। এটা তার পঞ্চম বিশ্বকাপ। বর্তমান খেলোয়াড়দের মধ্যে খুব বেশি কেউ নেই পাঁচটা বিশ্বকাপ খেলেছেন এমন। দীর্ঘ দিন ধরে করা পারফরম্যান্স তাকে সেরা একজন অলরাউন্ডারে পরিণত করেছে। আমার কাছে মনে হয় সে এবার বড় কিছু করবে বিশ্বাস করি। বাংলাদেশও আগের চেয়ে পরিণত!

বাংলাদেশ দল নিয়ে মরগ্যান বলেন,‘ তারা ট্রিকি দল। আমি যদিও মনে করি এই কন্ডিশন বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডকে বেশি সুবিধা দেবে। কারণ এখানে কিছু বাড়তি বাউন্স আছে। বাড়তি বাউন্স থাকলে ইংল্যান্ড পেসারদের জন্য সুবিধা দেবে।

অ্যাডিলেডে বাংলাদেশ দল ভাল ছিল! ২০১৫ সালে ইংল্যান্ডকে বিদায় করে দেয় বাংলাদেশ। সে ম্যাচ নিয়ে মরগ্যান,‘ নাসের হুসেইন সব সময় এটা মনে করেন। আমি কখনই আমার নিজের এসব স্মৃতি মনে করতে চাই না।  তারা খুব ভালো দল, তাদের বিপক্ষে খেলা কঠিন। ২০১৫ সালে অ্যাডিলেডে তারা আমাদের চেয়ে ভালো দল ছিলো।
 

Link copied!