এশিয়া কাপ

টস জিতে ব্যাটিং নিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৩:০৩ পিএম

টস জিতে ব্যাটিং নিলেন সাকিব

সংগৃহীত ছবি

লাহোরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান। পাকিস্তানকে বড় রানের টার্গেটে পাঠাতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে তিনটি ম্যাচ খেলবে। পরের দুটি ম্যাচ শ্রীলংকা (৯ সেপ্টেম্বর) ও ভারতের (১৫ সেপ্টেম্বর) বিপক্ষে।

এই মাঠে আফগানিস্তানকে ৮৯ রানে হারায় বাংলাদেশ। আগে ব্যাট করে সুবিধা আছে। পিচ ব্যাটিংবান্ধব। আর সুবিধা করা যাবে বলে মনে করেন সাকিব।

ওয়ানডে ক্রিকেটে দুই দল ৩৭ ম‌্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ৫টি। পাকিস্তানের ৩২টি। এশিয়া কাপে দুই দল ১৩ ম‌্যাচ খেলেছে। পাকিস্তানের ১২ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ১টিতে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ:  ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), সালমান আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। 

Link copied!