শানাকার বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৩, ০৬:০৬ এএম

শানাকার বিশ্বকাপ শেষ

চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেল দাসুন শানাকার। ভারতে চলমান বিশ্বকাপে তাঁর আর খেলা হবে না। অধিনায়কের চোট ভোগাবে লঙ্কানদের।

শ্রীলংকা আগের ম্যাচে হেরেছে পাকিস্তানের কাছে। এবার তাদের ভাল করতে হবে সামনে। এমন সময় শানাকা ছিটকে গেলেন।

পাকিস্তানের ম্যাচে শানাকা চোটে পড়েন। ডান উরুতে ইনজুরি। চোটগ্রস্ত ক্রিকেটারের বদলি নেওয়ার নিয়ম রেখেছে আইসিসি। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, গত মঙ্গলবার হায়দরাবাদে পাকিস্তান ম্যাচে ডান পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছেন শানাকা। তাঁর ছিটকে যাওয়ায় স্থলাভিষিক্ত করা হয়েছে ২৩ ওয়ানডে খেলা চামিকা করুনারত্নেকে।

রিজার্ভ বেঞ্চে থাকা চামিকা সিম বোলিং অলরাউন্ডার। এই বছরের মার্চে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এই পেসার।

বিশ্বকাপে শ্রীলঙ্কার বাকি ম্যাচগুলোতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কুশল মেন্ডিস। দলের সহকারী অধিনায়ক তিনি।লক্ষ্ণৌয়ে আগামী পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে লঙ্কানরা।

Link copied!