ক্লান্তিহীন এক অ্যাথলেটের নাম শিরিন আক্তার। এক দিনে তিনটি ইভেন্ট খেললেন দেশসেরা এই অ্যাথলেট। যার মধ্যে ২০০ মিটার স্প্রিন্টে রেকর্ডসহ (২৪.৯৭ সেকেন্ড) স্বর্ণ এবং চার গুনিতক একশ ও চার গুনিতক চারশ মিটারে আরও দুটি স্বর্ণপদক জেতেন তিনি।
একটি চ্যাম্পিয়নশিপে একটি নতুন রেকর্ডসহ চারটি স্বর্ণ, ক্যারিয়ারে দ্বিতীয়বার এমন কৃতিত্ব অর্জন করলেন শিরিন। এর আগে ২০২০ বাংলাদেশ গেমসে ২০০ মিটার স্প্রিন্টে রেকর্ডসহ চারটি স্বর্ণপদক জিতেছিলেন তিনি। সূর্যের মতো জ¦লজ¦লে ক্যারিয়ার শিরিনের। ১১ বছরে জিতেছেন ৪৭টি স্বর্ণপদক।
জাতীয় চ্যাম্পিয়নশিপকে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলেই মনে করছেন শিরিন, ‘খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি মিট হয়েছে। সবাই ছিলেন কাছাকাছি মানের।’ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চার গুনিতক চারশ মিটার নিয়ে শিরিনের কথা, ‘২০০ মিটারে আসা পর্যন্ত আমার মতো দৌড়েছিলাম, বাকিটা দর্শকদের জন্য।