ডিসেম্বর ২৭, ২০২৪, ০৮:৩৫ পিএম
মেলবোর্ন টেস্টের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে প্রায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলেছিল। জবাবে ৫ উইকেটে ১৬৪ রান তুলে দিন শেষ করেছে ভারত।
ভারত ৩১০ রানে পিছিয়ে রয়েছে। পান্ট ৬ ও জাদেজা ৪ রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়ার বোলান্ড ও কামিন্স ২টি করে উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়ার ইনিংসে সেঞ্চুরি করেছেন স্টিভেন স্মিথ। ১৪০ রান করেন তিনি। অস্ট্রেলিয়া এই টেস্টেও সুবিধা জনক অবস্থানে।
৫ টেস্টের সিরিজ। ১-১ সমতা রয়েছে। চতুর্থ টেস্ট ম্যাচ চলছে। বেশ গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।