নেদারল্যান্ডসকে হারিয়ে শ্রীলংকার স্বস্তি

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২১, ২০২৩, ০৭:১৮ পিএম

নেদারল্যান্ডসকে হারিয়ে শ্রীলংকার স্বস্তি

ক্রিকেট বিশ্বকাপে স্বস্তি পেল শ্রীলংকা। লাখনোতে ৫ উইকেটে নেদারল্যান্ডসকে হারাল ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

চলতি বিশ্বকাপে ৪ ম্যাচ খেলেছে শ্রীলংকা। নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম জয় পেল তারা। নেদারল্যান্ডস অবশ্য আগে ব্যাট করেছিল। ২৬২ রান তুলেছিল দলটি। শ্রীলংকা ৪৮.২ ওভারে জয় নিশ্চিত করে (২৬৩/৫)। 

ম্যাচসেরা হন সাদিরা সামারাউইকমারা।  তিনি ১০৭ বলে ৯১ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া চরিথ আশালাঙ্কা ৪৪,  ধনঞ্জয় ডি সিলভা ৩০ ও পাথুম নিশানাকা ৫৪ রান করেছেন। 

নেদারল্যান্ডসের আরিয়ান ডাট ৩ উইকেট নিয়েছেন। ৪ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে নবমস্থানে আছে শ্রীলংকা। ৪ ম্যাচ শেষে ২ পয়েন্ট আছে বাংলাদেশ-নেদারল্যান্ডস ও আফগানিস্তানেরও। তবে রান রেট বিবেচনায় বাংলাদেশ সপ্তম, নেদারল্যান্ডস অষ্টম ও আফগানরা সর্বশেষ দশমস্থানে আছে। 
শ্রীলংকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৯১ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়লেও সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ফন বিকের ব্যাটিং দৃঢ়তায় ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় নেদারল্যান্ডস। সপ্তম উইকেটে এঙ্গেলব্রেখট ও  বিক ১৩০ রানের জুটি গড়েন। এঙ্গেলব্রেখট ৭০ ও বিক ৫৯ রানের  ইনিংস খেলেন। জবাবে সাদিরা সামারাবিক্রমার অনবদ্য ৯১ ও পাথুম নিশাঙ্কার ৫৪ রানে ১০ বল বাকী রেখে স্বস্তির জয় পায় শ্রীলংকা। নিজেদের প্রথম তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলো লংকানরা।
লাক্ষেèৗতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। চতুর্থ ওভারে দলীয় ৭ রানে প্রথম হোঁচট খায় ডাচরা। শ্রীলংকার ডান হাতি পেসার কাসুন রাজিথার শিকার হয়ে ৪ রানে বিদায় নেন ওপেনার বিক্রমজিত সিং। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন আরেক ওপেনার ম্যাক্স ও’দাউদ ও কলিন অ্যাকারম্যান। শ্রীলংকার বোলারদের বিপক্ষে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলেন তারা। কিন্তু দলের রান ৫০ হবার আগেই রাজিথার দ্বিতীয় শিকার হন ২৭ বলে ১৬ রান করা ও’দাউদ।  তবে আউট হওয়ার আগে অ্যাকারম্যানের সাথে দ্বিতীয় উইকেটে ৩৮ বলে ৪১ রান যোগ করেন ও’দাউদ।

 

 

Link copied!