মার্চ ১১, ২০২৪, ০১:৩০ পিএম
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে আবার গরম ক্রিকেট পাড়া। একটি সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দেয়া কালে জানান, চন্ডিকা হাথুরুসিংহে কোচ থাকলে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কঠিন হবে।
একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাতকার দিয়েছেন তামিম। সেখানে তিনি বলেন,‘ আমার ফেরাটা কঠিন হবে (কোচিংয়ে হাথুরু থাকলে), এতটুকু বলতে পারি।’ এরপরেই অবশ্য বলেছেন, `যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে (সাক্ষাৎকারটি পূর্বে ধারণকৃত) হয়ে যেত তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তিনি বসেছেন বলে দাবি করেছেন। এ ব্যাপারে তিনি বলেন,‘ জিনিসটা এমনভাবে (দেখানো) হচ্ছে, যেন আমি ঝুলিয়ে রেখেছি। আসলে এটা ঠিক না। আমার সাথে বিসিবির অলরেডি তিনবার বসা হয়ে গেছে। পাপন ভাইয়ের সাথে বসেছি, তদন্ত কমিটির সাথেও বসা হয়েছে। তো নিশ্চয়ই কোনো একটা বিষয়ে বসা হয়েছে। আমি আমার জায়গা থেকে প্রথম থেকেই পরিস্কার (ক্লিয়ার) ছিলাম। এখানে নতুন করে আমার পক্ষ থেকে তাদের কাছে কোনো কিছু বলার নাই। এখন উনারা আবার বসতে চাচ্ছে।’
তামিম এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা সেটা নিয়েও নানা কথা হচ্ছে। তবে তার ফেরার সম্ভাবনা বেশ কম।
তামিম ওয়ানডে বিশ্বকাপের আগে গত বছর অবসর নেওয়ার ঘোষণা দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অবসর থেকে ফেরান। তখন তার পিঠেও সমস্যা ছিল। এখন জাতীয় দলে ফেরা নিয়ে নানা পরিকল্পনা চলছে।
খালেদ মাহমুদ সুজনও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন,‘ একজন ক্রিকেটার হিসেবে শর্ত দিয়ে খেলবে, এই কথাটি সত্যিই যেন কেমন দেখায়। আমি জাতীয় দলে খেলব, নিশ্চয়ই জাতীয় দলটা অনেক আগে ও উপরে। তো এখানে আসলে শর্ত থাকবে কিনা কথাটি সত্যিই খারাপ শোনায়। তামিম বাংলাদেশকে এত বছর সার্ভিস দিয়েছে, ওকে সত্যিই আমাদের প্রয়োজন। নির্বাচক আছেন, টিম ম্যানেজমেন্ট আছেন, তারা যদি মনে করেন তামিম ইকবাল খেলবে তাহলে অবশ্যই সে খেলবে।’