নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন তামিম ও মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০১:০৩ এএম

নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন তামিম ও মাহমুদউল্লাহ

সংগৃহীত ছবি

এশিয়া কাপে ব্যর্থ বাংলাদেশ। দলের মধ্যে অস্বস্তি বিরাজমান। ব্যাটারদের ব্যাটে নেই রানের ছোঁয়া। সুযোগ পেয়েও ওপেনার কিংবা ফিনিশার কেউই নিজেদের সেরা খেলাটা খেলতে পারে নি। শত চেষ্টার পরও ব্যর্থতার লাগাম যেন কাটতেই চাইছে না। এরমধ্যে আগামী ২১ সেপ্টেম্বর ঘরের মাঠে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ। বিশ্বকাপের আগে এই সিরিজে বিশ্রামে থাকবেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। তবে দলে ফিরবেন তামিম ইকবাল। এছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদও আছেন বিবেচনায়।

চোটের কারণে এশিয়া কাপ মিস করা তামিম শেষ করেছেন নিজেদের পুনর্বাসন প্রক্রিয়া। কয়েকদিন ধরে মিরপুরে চলছিল তার ব্যাটিং অনুশীলন।

দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকা এই দুই ক্রিকেটার নিউজিল্যান্ড সিরিজের আগেই মাঠে ফিরছেন। চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্স দলের হয়ে এশিয়ান গেমস স্কোয়াডের বিপক্ষে ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুই দলের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তামিম ইকবাল।

দুই ক্রিকেটারের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরতে পারেন তারা।

চলতি বছরের মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন রিয়াদ। পরে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছিলেন। এরপর থেকেই দূরে ছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে। আফগানিস্তান সিরিজের পর থেকে দলের বাইরে তামিম ইকবাল।

এই সিরিজ শেষে ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। মূল আসর শুরুর আগে খেলবে দুইটি প্রস্তুতি ম্যাচ। 

Link copied!