তামিম ভাই চান আমি অধিনায়কত্ব করি :মিরাজ

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৪, ১০:০৩ পিএম

তামিম ভাই চান আমি অধিনায়কত্ব করি :মিরাজ

সামনে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। ১৯ জানুয়ারি শুরু হবে দশম আসর। তামিম ইকবাল ফরচুন বরিশালের অধিনায়কত্ব করবেন এমন একটা গুঞ্জন রয়েছে। তবে তিনি অধিনায়কত্ব করতে চান না এমন কথা শোনা গেছে। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের অবস্থান বেশ শক্তিশালী।

এই দলে মুশফিক ও মাহমুদউল্লাহও রয়েছেন। তবে মিরাজ জানিয়েছেন,‘ এটা (অধিনায়কত্ব) এখনও আমি কোনো কিছু জানি না। এটা সম্পূর্ণ দলের মালিকের সিদ্ধান্ত। সে কীভাবে চায়। তামিম ভাই আমাকে বলেছিলেন, ‍‍`তুই করলে ভালো হয়।‍‍` তিনি চাইছেন যেন আমিই করি। তারপরও এটা দলের মালিকের সিদ্ধান্ত।‍‍`

তামিম নিয়মিত মিরপুরে অনুশীলন করছেন। চোট থেকে সেরেও উঠছেন তিনি। ছন্দে আছেন বাঁ-হাতি এই ব্যাটার। 

Link copied!