বিপিএল

তামিমের আত্মবিশ্বাস

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৪, ০৯:১৪ পিএম

তামিমের আত্মবিশ্বাস

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। ছবি : ফরচুন বরিশাল

আরেকটি বিপিএল শুরু হচ্ছে। ৩০ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও আবার ফেরা দুর্বার রাজশাহী। সন্ধ্যায় খেলতে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।

রবিবার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। তিনি বেশ আত্মবিশ্বাসী। তবে এটাও বলেন,‘ আল্লাহ চ্যাম্পিয়ন নির্ধারণ করেন। আর আমরা চেষ্টা করি মাত্র।’

তামিম জাতীয় দলে ফেরা নিয়ে বলেছেন, নির্ভার আছেন। এসব নিয়ে ভাবছেন না। তামিম আরও বলেন,‘ টুর্নামেন্ট কেমন হবে সেটি নির্ভর করে খেলোয়াড়দের পারফরমেন্সের উপর। এটা আয়োজকদের উপর নির্ভর করে না। কারণ সুযোগ-সুবিধা, সেরা উইকেট, সেরা ধারাভাষ্যকার, সেরা ক্যামেরা ও সেরা প্রযুক্তি দেওয়া আয়োজকদের কাজ। যারা দায়িত্বে আছেন, এগুলো তাদেরই কাজ। কিন্তু তারা কখনও ম্যাচ নিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারবে না। সেটা ২শ রানের খেলা হোক বা ৬০ রানের, সেটার দায়িত্ব নিতে হবে দল ও খেলোয়াড়দের। এর বাইরে যা কিছু হোক এগুলো আয়োজকদের দায়িত্ব। তারা যদি তাদের কাজ ভালো করে, আমরা যদি আমাদের কাজ ভালো করি, তাহলে এটি একটি সফল টুর্নামেন্ট হবে।’

Link copied!