তামিমের ফেরার চেষ্টা শুরু

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২১, ২০২৩, ০১:০৭ এএম

তামিমের ফেরার চেষ্টা শুরু

 

পুনর্বাসন প্রক্রিয়ায় বেশ উন্নতির ছোঁয়া লাগার পরই  ব্যাটিং শুরু করলেন তামিম। পিঠের একই ইনজুরি পুনরাবৃত্তি হওয়ায় বাধ্য হয়েই ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম। কিন্তু আসন্ন বিশ্বকাপে খেলার আশা ছাড়েননি তিনি। 
বিশ্বকাপে খেলতে হলে যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হবে তামিমকে। এজন্য আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলাই এখন মূল লক্ষ্য তামিমের।

রবিবার দুপুর ২টায় মাঠে আসেন তামিম। চিকিৎসকদের সঙ্গে আলোচনা শেষে ব্যাট করতে নামেন তিনি। নেটে ১৫ মিনিট সময় কাটান এই ওপেনার। এসময় শুধুমাত্র নকিং করেছেন তিনি। মূলত নেট সেশনের সময় পিঠ এবং কোমরের অবস্থা বুঝার চেষ্টা করেন তামিম।
নেটের পেছনে থেকে তামিমের অবস্থা পর্যবেক্ষণ করেন ফিজিও বায়েজিদুল ইসলাম এবং রিহ্যাব সেন্টারের প্রধান কাইরন থমাস।
হালকা মেজাজের অনুশীলনে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন তামিম এবং ফ্রন্টফুট-ব্যাকফুটেও শট খেলতে পারছিলেন তিনি।
দীর্ঘদিন ধরে পিঠের ইনজুরির ভুগছেন তামিম। কিন্তু শতভাগ ফিট না হবার পরও গত জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দেন তিনি। 

Link copied!