বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগকে সামনে রেখে আবার অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল। শনিবার তিনি মিরপুরে হালকা অনুশীলন করেছেন।
চোটের জন্য বিশ্বকাপ খেলতে পারেননি। পিঠে সমস্যা রয়েছে। ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় বিপিএলে তিনি ফিরবেন। বরিশালের হয়ে এবার খেলবেন তিনি।
আগের দিন মিরপুরে এসে যুবাদের ব্যাট উপহার দেন। আর পরের দিন তিনি নিজে ফেরার লড়াইয়ে নেমেছেন। জাতীয় যুক্তিতে নাম রাখেননি এই দেশসেরা ওপেনার।