নেইমারের বান্ধবী ব্রুনা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আবার তার ঘরে আসছে কন্যা সন্তান। একটি ছবিও পোস্ট করেন। সেখানে নেইমারও রয়েছেন।
নেইমারের প্রথম স্ত্রীর সন্তান লুকা। যিনি তার মায়ের সাথে থাকেন। আর ব্রুনার ঘরে প্রথম কন্যা সন্তান মাভি। দ্বিতীয় কন্যার জন্য নেইমারের অপেক্ষা।