নভেম্বর ৩০, ২০২৩, ১০:৩৬ এএম
জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল নিশ্চিত করেছে আর্সেনাল। গতকাল অনুষ্ঠিত বি’ গ্রুপের ম্যাচে লেন্সকে ৬-০ গোলে হারিয়েছে তারা। এই সময় মাত্র ১৪ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে ৪ গোল করে গানাররা।
নকআউট পর্ব নিশ্চিতের জন্য মাইকেল আর্তেতার শিষ্যদের মাত্র এক পয়েন্টের প্রয়োজন ছিল। তবে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত মঙ্গলবারের ম্যাচে সেই লক্ষ্যের কথা না ভেবে ফরাসি প্রতিপক্ষকে একেবাইরে দুমড়ে মুচড়ে দিয়েছে স্বাগতিক প্রিমিয়ার লিগ জায়ান্টরা।
নাপোলিকে ৪-২ ব্যবধানে পরাজিত করে সি-গ্রুপের শীর্ষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ।
এই পরাজয়ে সিরি-এ চ্যাম্পিয়ন নাপোলিকে আপাতত টেবিলের দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। শেষ ম্যাচে স্পোর্টিং ব্রাগার বিপক্ষে ফলাফলের উপর নির্ভর করছে দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে কারা পরের রাউন্ডে যাবে।
রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন মাদ্রিদ গ্রুপে শতভাগ জয় নিয়ে আগেই নক আউট পর্ব নিশ্চিত করেছিল। সফরকারী নাপোলির বিপক্ষে ম্যাচটির মাধ্যমে গ্রুপের শীর্ষ দল নির্ধারিত হয়েছে। গিওভান্নি সিমিওনের গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতেই এগিয়ে গিয়েছিল নাপোলি। রডরিগো ও জুড বেলিংহাম দ্রুত দুই গোল করে ম্যাচের চেহারা পাল্টে দেন। আন্দ্রে-ফ্র্যাংক জাম্বো অনগুইসা বিরতির ঠিক পরে নাপোলির হয়ে সমতা ফেরান। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। তরুণ নিকোলাস পাজ ৮৪ মিনিটে মাদ্রিদের জয় নিশ্চিত করেন। স্টপেজ টাইমে জোসেলু জয়ের ব্যবধান বাড়িয়েছেন।