নভেম্বর ৫, ২০২৩, ০৩:১২ পিএম
রবিন্দ্র জাদেজার (৫/৩৩) স্পিন জাদুতে দক্ষিণ আফ্রিকা ৮৩ রানে অলআউট হয়েছে। বিরাট কোহলি এই ম্যাচে ১০১ রানে অপরাজিত ছিলেন।
ভারত এই বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতল। দক্ষিণ আফ্রিকাকে তারা হারাল ২৪৩ রানে। অবশ্য দুদলেরই বিশ্বকাপ সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছে।
দক্ষিণ আফ্রিকা ২৭.১ ওভারে অলআউট হয়েছে। এছাড়া সামি ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার ৪ ব্যাটার দুই অঙ্কের ফিগারে গেছেন। বাভুমা ১১, ডুসেন ১৩, মিলার ১১ ও জেনসেন ১৪ রান করেন।
ফর্মে থাকা কুইন্টন ডি কক ৫ রানে সাজঘরে ফিরেছেন। ফলে দক্ষিণ আফ্রিকা দাঁড়াতে পারেনি। কোহলি অবশ্য ম্যাচসেরা হয়েছেন।
ভারত এই ম্যাচে ৫ উইকেটে ৩২৬ রান সংগ্রহ করেছিল।
এই জয়ে ৮ ম্যাচের সবগুলোতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো টিম ইন্ডিয়া। এতে শীর্ষে থেকেই সেমিফাইনাল খেলতে নামবে ভারত। বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জয়ে যৌথভাবে দ্বিতীয়স্থানে উঠলো ভারত। টানা ১১ ম্যাচ জয়ের বিশ^ রেকর্ড অস্ট্রেলিয়ার দখলে। ৮ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো দ্বিতীয় দল হিসেবে আগেই সেমির টিকিট পাওয়া দক্ষিণ আফ্রিকা।
নিজের জন্মদিনে ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন কোহলি। লিটল মাস্টারের রেকর্ড স্পর্শ করা কোহলির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান করে ভারত। ১২১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন কোহলি। জবাবে জাদেজার ঘুর্ণিতে ২৭ দশমিক ১ ওভারে ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বিশ^কাপে এটিই সর্বনিম্ন রান প্রোটিয়াদের। আর ওয়ানডেতে দ্বিতীয় সর্বনি¤œ রান তাদের। রেকর্ড স্পর্শ করা সেঞ্চুরিতে ম্যাচ সেরা হয়ে জন্মদিনকে স্মরনীয় করে রাখলেন কোহলি।