গ্লোব সকার অ্যাওয়ার্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর দাবি

ফরাসি লিগের চেয়ে সৌদির লিগ ভাল!

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৪, ০৫:৫৯ এএম

ফরাসি লিগের চেয়ে সৌদির লিগ ভাল!

গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্রিস্টিয়ানো রোনালদো দাবি করেছেন, সৌদির ফুটবল লিগ ফরাসি ফ্রেঞ্চ লিগের চেয়ে ভাল। তার এই বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

রোনালদো সেরা মিডল ইস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। আরলিং হালান্ড বর্ষসেরা ফুটবলার হন। এই অনুষ্ঠানের এক পর্যায়ে কথা বলেন রোনালদো,‘ তারা যেকোনো কিছু বলতে পারে, যা চায়। এটি তাদের মতামত। আমি সেখানে ১ বছর যাবত খেলছি, আমি জানি কী নিয়ে কথা বলছি আমি। আমি মনে করি, আমরা এখন ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপের চেয়ে ভালো এবং এই উন্নতি চালিয়ে নেব আমরা।’

এর আগে গত বছরের মে মাসে রোনালদো বলেছিলেন, ‘সৌদি লিগ আস্তে আস্তে ভালো করছে, আগামী বছরে আমরা আরও ভালো করবো। ক্রমান্বয়ে এই লিগ পৃথিবীর সেরা পাঁচ লিগের একটি হবে। কিন্তু তাদের সময় দরকার, তাদের সেই মানের খেলোয়াড় ও অবকাঠামো লাগবে। আমি বিশ্বাস করি এই দেশটির সেই অসাধারণ যোগ্যতা, অসাধারণ মানুষ আছে। দারুণ একটি লিগ হবে।’

Link copied!