বার্সেলোনার লামিনে ইয়ামালের পায়ের জাদু ছবি : টুইটার
লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। ধীরে ধীরে কাতালানরা শিরোপা রেস থেকে ছিটকে যাওয়ার পথে।
২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। জিরোনা দ্বিতীয় ৫৯ পয়েন্ট নিয়ে। তৃতীয় বার্সেলোনার অর্জন সেখানে ৫৮ পয়েন্ট। রিয়াল থেকে ৮ পয়েন্ট পেছনে তারা।
আগের দিন রিয়াল ড্র করেছে। পয়েন্ট হারালেও তাদের এখন খুব বেশি ক্ষতি হয়নি।