এশিয়ান গেমস

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় বাঘিনীদের

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৫, ২০২৩, ১২:২৪ পিএম

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় বাঘিনীদের

সংগৃহীত ছবি

শক্তিশালী ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। ব্রোঞ্জ পদকের জন্য বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। ১০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাঘিনীরা।

টসে  জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মারুফা, নাহিদা, স্বর্ণাদের সামনে যেন দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। ২০ ওভারে মাত্র ৬৪ রানেই থেকে যায় পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছে স্বর্ণা।  সানজিদা পেয়েছেন সানজিদা।

জবাবে ব্যাটিং করতে নেমে শামিমা ও সাথীর ব্যাটিংয়ে অনায়াসেই সহজ লক্ষ্যের দিকে পৌঁছে যায় বাংলাদেশ। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার কাজটাও করেন বোলিংয়ে ভালো করা স্বর্ণা। তাঁর ৩৩ বলে ১৪ রানের অপরাজিত ইনিংসের সুবাধে ১০ বল বাকি থাকতেই ৫  উইকেটের জয় পায় বাংলাদেশ।

এশিয়ান গেমসে ফাইনাল খেলার সু্যোগ ছিল বাংলাদেশের সামনে কিন্তু সেমিফাইনালে প্রতীক্ষা ছিল শক্তিশালী ভারত। তাঁদের বিপক্ষে পেরে উঠেনি বাংলাদেশ। অন্যদিকে আসরের আরেক ফাইনালে উঠার জন্য  লড়াই করছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে শ্রীলঙ্কার  কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ফলস্বরূপ, ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। আর সে লড়াইয়ে বাংলার নারীদের কাছে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান।

Link copied!