কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে হেরে গেল ব্রাজিল। টাইব্রেকারে জিতে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে। শনিবার নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল। এরপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে যায় উরুগুয়ে।
ম্যাচে ভিনিসিয়াস ছিলেন না। কার্ডজনিত কারণে স্ট্যান্ডে দাঁড়িয়ে খেলা দেখেছেন। হতাশ হতে হয়েছে তাকে। তার বদলে খেলা এন্দ্রিক গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।
ম্যাচের ৭৪ মিনিটে উরুগুয়ের নান্দেজ লাল কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়েকে ব্রাজিল হারাতে পারেনি। ম্যাচে ভাল গোলের সুযোগ তৈরী করতে পারেনি ব্রাজিলিয়ানরা।
টাইব্রেকারে এডার মিলিটাওয়ের শট ফিরিয়ে দেন উরুগুয়ের গোলকিপার রসেট। আর ডগলাস লুইসের শট পোস্টে লেগেছে।
এখন সেমিফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া। ১১ জুলাই ভোর ৬টায় ম্যাচ। অপর সেমিফাইনালে আর্জেন্টিনা লড়াই করবে কানাডার সঙ্গে আগের দিন ভোর ৬টায়।