ইংলিশ প্রিমিয়ার লিগ

মান বাঁচাল ইউনাইটেড, লিভারপুল কক্ষপথে

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৩, ০৪:২৪ পিএম

মান বাঁচাল ইউনাইটেড, লিভারপুল কক্ষপথে

গোলের পর ইউনাইটেডের হজল্যান্ড ছবি : ব্লেচার রিপোর্ট

চলতি মৌসুমে অ্যাস্টন ভিলা কঠিন প্রতিপক্ষ। যারা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন তারা জানেন। মঙ্গলবার ২-০ গোলে পিছিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পরে তারা ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। আর জয়সূচক গোলটি করেন রাসমাস হজল্যান্ড। 

এদিকে নুনেজের গোলে বার্নলিকে ২-০ ব্যবধানে হারিয়ে করে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অ্যাস্টনভিলা।

৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৩১ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ ম্যানচেস্টার ইউনাইটেড। 

Link copied!