এশিয়া কাপ

কোহলি-রাহুলের সেঞ্চুরিতে তোপের মুখে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৩, ০৭:১১ পিএম

কোহলি-রাহুলের সেঞ্চুরিতে তোপের মুখে পাকিস্তান

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ পেল ভারত। কলম্বোয় রিজার্ভ ডেতে ভারত-পাকিস্তান ম্যাচ সোমবার শুরু হয়। ৫০ ওভারের খেলাই হবে। পাকিস্তানের বোলারদের গতকাল ২টি উইকেট দেয় ভারত। আজ একটিও গেল না। কোহলি ও রাহুল দুজনের সেঞ্চুরিতে বিশাল স্কোর পেল ভারত। 

এশিয়া কাপে সুপার ফোরের লড়াই। আর ভারত এখন কমান্ডিং পজিশনে। ফাইনালে যাওয়ার লড়াই দুটি দলের। পাকিস্তান ১টি ম্যাচ জিতেছে। ভারত অবশ্য সুপার ফোরে প্রথম ম্যাচ খেলছে। 

পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিয়েছে ভারত। কোহলি ১২২ ও রাহুল ১১১ রানে অপরাজিত ছিলেন। কোহলি ৪৭তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেন। লোকেশ রাহুল ৬ষ্ঠ সেঞ্চুরি করেছেন। 

কোহলি ৯৪ বলে ১২২ ও রাহুল ১০৬ বলে ১১১ রান করেন। কোহলির ইনিংস ৯টি চার ও ৩টি ছয় দিয়ে সাজানো । অন্যদিকে রাহুল ১২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। 

গতকাল ২ উইকেটে ১৪৭ রান করে ভারত। এরপর বৃষ্টি নামলে আর খেলা হয়নি। আজও মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হয়। তারপরেও ওভার কাটেনি। ৫০ ওভারের খেলা হয়। কোহলি ৮ ও রাহুল ১৭ রান নিয়ে আজ খেলা শুরু করেন। 

এশিয়া কাপে এর আগে প্রথম পর্বে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। সে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। এ ম্যাচটির জন্য রিজার্ভ  ডে রাখা হয়। 

 

 

Link copied!