সেঞ্চুরিতে হাফসেঞ্চুরি বিরাট কোহলির

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৩, ১২:৩৫ পিএম

সেঞ্চুরিতে হাফসেঞ্চুরি বিরাট কোহলির

বিরাট কোহলি।

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি। ৫০ ওভারের সংস্করণে ৫০ সেঞ্চুরির মালিক বনে গেছেন ভারতীয় এ ব্যাটার।

শচীনকে আদর্শ মেনেই ক্রিকেট শুরু করেছিলেন দিল্লীর ছেলে বিরাট কোহলি। বয়সভিত্তিক সব পর্যায় পেরিয়ে এসেছেন ভারতীয় ক্রিকেটের বড় মঞ্চে। তারপর একদিন বলা হলো, এই ছেলে শচীনের মত খেলে। নামের পাশে শচীনের সঙ্গে তুলনায় পথ ভোলেননি বিরাট। খেলে গেলেন এক যুগের বেশি সময়। আর আজ সেই শচীনের শহরেই ভাঙলেন তারই রেকর্ড। বিরাট কোহলি এখন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। মুম্বাইয়ে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করলেন নিজের ৫০তম সেঞ্চুরি।

অপরাজিত থেকে বিশ্বকাপের প্রথম পর্ব  শেষ করেছিল ভারত। উড়তে থাকা স্বাগতিকদের সামনে এবার সেমির বাধা। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে কিউইদের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করছে রোহিত শর্মার দল। বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে এ রেকর্ড গড়েন কোহলি। এদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন শচীন। ক্রিকেট ঈশ্বরকে ছাড়িয়ে তার দিকে ফিরে কুর্নিশ করেন কোহলি। হাততালি দিয়ে অভিবাদন গ্রহণ করেন শচীনও। ভারতকে বড় পুঁজির ভিত গড়ে দিয়ে ১১৩ বল মোকাবিলায় ৯ চার ও ২ ছক্কায় ১১৭ রান করে টিম সাউদির শিকার হয়ে মাঠ ছাড়েন কোহলি।

ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি:

বিরাট কোহলি (ভারত) :  ৫০

শচীন টেন্ডুলকার (ভারত) :  ৪৯

রোহিত শর্মা (ভারত) :  ৩১

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) :  ৩০

সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) :  ২৮

এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস:

বিরাট কোহলি (ভারত):  ৮টি; ২০২৩ বিশ্বকাপ

সাকিব আল হাসান (বাংলাদেশ) :  ৭টি; ২০১৯ বিশ্বকাপ

শচীন টেন্ডুলকার (ভারত) :  ৭টি; ২০০৩ বিশ্বকাপ

রোহিত শর্মা (ভারত) :  ৬টি; ২০১৯ বিশ্বকাপ

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) :  ৬টি; ২০১৯ বিশ্বকাপ

এক বিশ্বকাপে সর্বোচ্চ রান:  

বিরাট কোহলি (ভারত) : ৭১১ রান; ২০২৩ বিশ্বকাপ

শচীন টেন্ডুলকার (ভারত) : ৬৭৩ রান; ২০০৩ বিশ্বকাপ

ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) : ৬৫৯; ২০০৭ বিশ্বকাপ

রোহিত শর্মা (ভারত) :  ৬৪৮; ২০১৯ বিশ্বকাপ

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) : ৬৪৭; ২০১৯ বিশ্বকাপ

Link copied!