বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ওয়ানডে সিরিজ

নিগারের নেতৃত্বে চ্যালেঞ্জের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক

মার্চ ১৬, ২০২৪, ০৩:০৬ পিএম

নিগারের নেতৃত্বে চ্যালেঞ্জের অপেক্ষা

অস্ট্রেলিয়া ঢাকায় আসছে। কঠিন চ্যালেঞ্জ নারীদের ছবি : বিসিবি

চলতি বছর বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। অস্ট্রেলিয়া সেজন্য আগেই একটি সিরিজ খেলতে ঢাকায় আসতে। ৩টা ওয়ানডে ও সমান ৩টি টি টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ওয়ানডের দল ঘোষণা করেছে। 

তিনটি ওয়ানডে যথাক্রমে- ২১, ২৪ এবং ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। ৩১ মার্চ, ২ এবং ৪ এপ্রিল টি-টোয়েন্টিগুলো অনুষ্ঠিত হবে। ৫ এপ্রিল বাংলাদেশ ছাড়বে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ ওয়ানডে দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিসা।
 

Link copied!