ওয়েলিংটন টেস্ট : অস্ট্রেলিয়ার ১৭২ রানে জয়

স্পোর্টস ডেস্ক

মার্চ ৩, ২০২৪, ০৫:২৪ এএম

ওয়েলিংটন টেস্ট : অস্ট্রেলিয়ার ১৭২ রানে জয়

নাথান লায়ন ৬৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ছবি : টুইটার

ওয়েলিংটনের প্রথম টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে ১৭২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৩৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৯৬ রানে গুটিয়ে যায়। 

অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়ন ৬৫ রানে ৬ উইকেট নেন। ২ টেস্টের সিরিজে ১-০ তে লিড অস্ট্রেলিয়ার। ম্যাচসেরা হন ক্যামেরন গ্রিন। যিনি এই টেস্টে ১৭৪ ও ৩৪ রান করার পাশাপাশি ১৬ রানে ১ উইকেট। 

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৮৩ রান করেছিল। জবাবে ১৭৯ রানে অলআউট হয় ব্ল্যাকক্যাপরা। পরের ইনিংসে ১৬৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ৮ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হবে। 

Link copied!