অস্ট্রেলিয়ার ১০ উইকেটে জয়

অ্যাডিলেডে পাত্তা পেল না ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৪, ০৫:১৯ এএম

অ্যাডিলেডে পাত্তা পেল না ওয়েস্ট ইন্ডিজ

জয় নিশ্চিত করে মাঠ ছাড়ছেন স্মিথ ছবি : টুইটার

অ্যাডিলেডের প্রথম টেস্ট ম্যাচটিতে বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়েছে ১০ উইকেটে। ২ ম্যাচের সিরিজে ১-০ তে লিড প্যাট কামিন্সের দলের।

জয়ের জন্য ২৬ রান টার্গেট ছিল অস্ট্রেলিয়ার। কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে তারা। স্মিথ ১১ ও মারনাস লাবুসেন ১ রান করেন। উসমান খাজা রিটায়ার্ড হার্ট হন ৯ রানে। 

এর আগে দ্বিতীয় ইনিংসে ১২০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জস হ্যাজলউড ৫ উইকেট নেন। ম্যাচসেরা হন এই ম্যাচে অস্ট্রেলিয়ার সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড। 

২৫ জানুয়ারি ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। 

Link copied!