ভারত নাকি অস্ট্রেলিয়া ফাইনালে কে এগিয়ে?

মুবিন আহমেদ

নভেম্বর ১৮, ২০২৩, ১২:৪৪ পিএম

ভারত নাকি অস্ট্রেলিয়া ফাইনালে কে এগিয়ে?

বিশ্বকাপ ট্রফি উঠবে কার হাতে?— সময়ই বলে দেবে তা! সংগৃহীত ছবি

দেখতে দেখতে শেষ হয়ে এলো বিশ্বকাপের জমজমাট আসর। ৫ অক্টোবর শুরু হয়ে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা মেগা এই টুর্নামেন্টের পর্দা নামতে যাচ্ছে রবিবার (১৯ নভেম্বর)। বিশ্বকাপে বাকি আর একটিমাত্র ম্যাচ অর্থাৎ ফাইনাল। যেখানে শিরোপা লড়াইয়ে টিম অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ভারত। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে আসা ভারত কি পারবে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে নিতে? না কি ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা নিবে অস্ট্রেলিয়া?

হাইভোল্টেজ ফাইনালের আগে দেখে নেয়া যাক দুইদলের পরিসংখ্যানের খতিয়ান।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্য দিকে ১৯৮৩ ও ২০১১ আসরের চ্যাম্পিয়ন ভারত। দুই দলের ফাইনালের সমীকরণেও এগিয়ে অজিরা। চলতি আসরের আগ পর্যন্ত রেকর্ড ছয়বার অস্ট্রেলিয়া ফাইনাল খেললেও তিনবার এ পর্যায়ে উপস্থিতি ভারতের। 

চলমান আসরের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে রোহিত শর্মাদের দল। আর চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেট হারিয়ে সপ্তমবারের মতো ফাইনালে অস্ট্রেলিয়া। ২০১৫ আসরে অজিরা খেললেও ২০১১-এর পর ফাইনালে খেলা হয়নি ভারতের। ২০০৩ আসরে এই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ২০ বছর পর আবার এই দুই দলের দেখা হচ্ছে ফাইনালে।

মুখোমুখির দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লা ভারি অস্ট্রেলিয়ার দিকে। ১৫০ ওয়ানডেতে অজিদের ৮৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৭টিতে। বাকি ১০ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই। তবে টাই হয়নি কোনো ম্যাচ।

বিশ্বকাপের পরিসংখ্যানেও এগিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৩ ম্যাচে তাদের ৮ জয়ের বিপরীতে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের জয় ৫টিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর ৩৫২ ও ১২৫, অজিদের ৩৫৯ ও ১২৮ রান।  

ক্রিকেটে অস্ট্রেলিয়ার মতো সফল ও তুখোড় দল আর দ্বিতীয়টি নেই। তবে ভারতের দুর্দান্ত ফর্ম ও ঘরের মাঠ বিবেচনায় সব ফলই তাদের পক্ষে কথা বলছে! তবুও আহমেদাবাদের বহুল আকর্ষণীয় ফাইনাল ঘিরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সাজো-সাজো রব। কে হাসবে শেষ হাসি? বিশ্বকাপ ট্রফি উঠবে কার হাতে?—  সময়ই বলে দেবে তা!

Link copied!